কোথায় পথ নিরাপত্তা! এবার একোবারে পাটুলি মোড়ে পুলিশ কিয়স্কে ধাক্কা মেরে ঢুকে গেল পাথর বোঝাই ডাম্পার। ডাম্পারের ধাক্কায় কিয়স্কটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যায়। তবে সেই সময় এই কিয়স্কে কোনও পুলিশ কর্মী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আশেপাশের দোকানদাররাও এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলেই স্থানীয় সূত্রে খবর।
সূত্রে খবর, বুধবার রাত পৌনে বারোটা নাগাদ বাঘাযতীনের দিক থেকে পাটুলির দিকে আসছিল পাথর বোঝাই ডাম্পারটি। সেই সময়ই উল্টো দিকে, ঢালাই ব্রিজের দিক থেকে একটি ছোট গাড়ি আসছিল। আচমকাই গাড়িটি এসে পাটুলি মোড় থেকে ইউটার্ন নেয়। ডাম্পারের একদম সামনে চলে আসে গাড়িটি। ছোট গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কে ধাক্কা মারে ডাম্পারটি।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন তাতে গাড়িচালকের জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই গাড়িটিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ওই সময়ে কিয়স্কে কোনও পুলিশকর্মী ছিলেন না, তাই রক্ষা পায়। কিয়স্কের পাশেই পরপর কয়েকটি চায়ের দোকান ছিল। সেই দোকানগুলিও রক্ষা পায়।
এদিকে এই পাটুলি সাধারণত খুব জমজমাট এলাকা। প্রচুর মানুষ বিকেলের আড্ডা বসান রাস্তার ধারে। রাত হওয়ায় পাটুলিতে ভিড় কম ছিল। আশেপাশে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এটাই যদি বিকেলে হত, তবে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। পাটুলি থানার পুলিশ ছোট গাড়ির চালক, সেইসঙ্গে ডাম্পারের চালক এবং খালাসিকে আটক করেছে।









