সুন্দরবন: আবারো বাঘের আতঙ্ক সুন্দরবনের লোকালয়ে এবার মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় বাঘেরআতঙ্ক। এলাকার এক বাসিন্দা শৌচালয়ে যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা পান। খবর দেওয়া হয়েছে বনদফতরে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেছেন। নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা রাত পাহারায় বসেছেন। বাঘ আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছিল বলে শুনায় বাসিন্দারা। আর এই ঘটনা কে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। বন কর্মীরা এলাকায় গিয়ে ক্ষতিয়ে দেখছেন বলে এলাকাবাসি সূত্রের খবর। বোঝার চেষ্টা করছে বাঘ পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। যদিও নজর রেখেছে বনদফতর। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনাআসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এভাবে গরমের সময় লোকালয়ে বাঘ ঢোকার খবর পাওয়া যায় না তবে গত মৌসুমের থেকে এই মৌসুমে বেশি বাঘ লোকালয়ে ঢোকার খবর পাওয়ার গিয়েছে। তবে কি কারণে এভাবে গরম কালে লোকালয় বাঘ ঢুকছে সেই প্রশ্নই কিন্তু সে বারে বারে, বাঘ বেড়েছে এমনই অভিমত মৎস্যজীবীদের।