মেদিনীপুরের মরিষদার দইসাই রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা

photocollage_202561134914817

জামাইষষ্ঠীর দিন রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের মরিষদার দইসাই রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দীঘা গামী একটি মারুতি চার চাকা গাড়ি ওই রাস্তার দাঁড়িয়ে থাকা একটি বাইককে সজরে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির গতিবেগ এত বেশি ছিল ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে। স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশের পক্ষ থেকে অটোয় থাকা আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষজন জানিয়েছেন ২ জন মহিলা, ১ শিশু সহ প্রায় ৬ জন যাত্রী আহত হয়েছেন। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ পরিস্থিতিতে কেউ কেউ অভিযোগ করেন রাস্তায় পুলিশি নিরাপত্তা জোরদার করার বিষয়ে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement