রুফটপ রেস্তোরাঁ নিয়ে কলকাতা পুরসভার পরবর্তী শুনানি ১১ জুন

IMG-20250527-WA0274

রুফটপ রেস্তোরাঁ নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। বিশেষত মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এই ইস্য়ু এখন সবথেকে বড় হয়ে দাঁড়িয়েছে কলকাতা পুরসভার কাছে। এরপর ছাদ দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই অভিযোগে কলকাতা পুরসভার পক্ষ থেকে রুফটপ রেস্তোরাঁ অভিযান চালানো হয়। এর প্রেক্ষিতে আদালতে যায় রেস্তোরাঁর মালিকেরা। আদালত পুরসভায় শুনানির নির্দেশ দেয়।
সেই প্রেক্ষিতেই মঙ্গলবার শুনানির জন্য ডাকা হয়েছিল। আদালতের নির্দেশে আজ কলকাতা পুরসভা কর্তৃপক্ষ শুনানিতে ডাকে রুফটপ রেস্তোরাঁর তিন কর্ণধারকে। তাঁদের প্রাথমিক বক্তব্য শোনার পর পুরো কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের নথিপত্র সহ বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয় পরবর্তী শুনানি ১১ই জুন।
সূত্রে খবর, এদিনের শুনানিতে কলকাতা পৌরসভার বিল্ডিং লাইসেন্স অ্যাসেসমেন্ট বিভাগ ছাড়াও এক্সাইজ পুলিশ ও দমকলের প্রতিনিধিরা ছিলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement