পিছিয়ে গেল শাহের বঙ্গ সফর, আসছন পরের সপ্তাহে

IMG-20250527-WA0268

পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর। আর এই সফর পিছোনোয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের ঘনিষ্ঠ মহলে হতাশার ছাপ সুস্পষ্ট। পাশাপাশি বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা, এই সফর পিছিয়ে যাওয়ার পেছনে দলের সাংগঠনিক পরিবর্তনের কোনও ইঙ্গিত লুকিয়ে নেই তো?
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, আগামী ২৯ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়া সভা করার কথা রয়েছে তাঁর। এর ঠিক দু-দিন পর ৩১ তারিখ রাজ্যের আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।
এমনকী গেরুয়া শিবির সূত্রে এমনও খবর ছিল, ১ জুন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তবে বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না করা হলেও সূত্রের খবর, ৩১ মে বঙ্গে আসছেন না অমিত শাহ। অতএব ১ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন তাঁর কোনও কর্মসূচি হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক পর রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সফর কেন পিছিয়ে গেল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঠিক কী কারণে অমিত শাহের এই সফর পিছিয়ে গেল তা স্পষ্ট না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এর একাধিক কারণ খুঁজে বের করেছেন। কারও মতে, চলতি সপ্তাহে কেন্দ্রীয় সভাপতি বাছাইয়ের কাজ হতে পারে। সেই নিয়ে ব্যস্ত থাকবেন শাহ। তাই জুনের প্রথম সপ্তাহে বঙ্গে আসবেন তিনি। অন্য একপক্ষের ধারণা, মোদী-শাহ দুই হেভিওয়েট নেতার পরপর বঙ্গ সফরে দলীয় কর্মীরা ব্যতিব্যস্ত হয়ে যাবেন। নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হতে পারে। তাই এমন সিদ্ধান্ত গেরুয়া শিবিরের চাণক্যের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement