ই-মেলে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি

IMG-20250526-WA0191

স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এল ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। আর এই মেলের খবর পেতেই তৎপর হয় বিধাননগর থানার পুলিশ। সূত্রে খবর, ৪টি আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। এই খবর পাওয়ার পরই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। কার্যত ঘিরে রাখা হয় স্বাস্থ ভবন চত্বর। প্রাথমিক অনুমান, এটি ভুয়ো ইমেল। কেউ হয়তো ইচ্ছে করে পুলিশকে হেনস্থা করার জন্য এই মেল পাঠিয়েছে। তবে বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে দেখছে না পুলিশ।
পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের নানা প্রান্ত সাইবার হামলার চেষ্টা করেছে পড়শি দেশ। বেশিরভাগ ক্ষেত্রে অসফল হলেও কিছু কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করতে পেরেছিল পাক হ্যাকাররা। এই হুমকি মেলের নেপথ্যেও পাক-যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ এখনও পর্যন্ত কে বা কারা এই মেল পাঠিয়েছে তা জানা যায়নি।
সাম্প্রতিক সময় এই তথ্য সামনে এসেছিল যে পাকিস্তান এবং চিন ভারতে সাইবার হানার চেষ্টা করছে। স্বাস্থ্য ভবন সংক্রান্ত এই হুমকি মেলে তাদের হ্যাকারদের জেনারেট করা কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে মেলে হুমকির যা ভাষা তাতে অনুমান, স্থানীয় কেউই শুধুমাত্র পুলিশকে হেনস্থা করার জন্য বা খবরে আসার জন্য এমন কাজ করেছে। পাশাপাশি স্বাস্থ্য ভবন চত্বরে চলে চিরুনি তল্লাশি। বিধাননগর পুলিশের সাইবার শাখার নেতৃত্বে এই তল্লাশি শুরু হয়। একইসঙ্গে আরও কোনও মেল বা হুমকি ফোন এসেছে কিনা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement