শিলিগুড়িতে জনসংযোগে মেয়র গৌতম দেব থেকে বিরোধী শংকর ঘোষ

IMG-20250525-WA0181

একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষের কাছে পৌঁছতে গৌতম দেব, অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির রাস্তায়। রবিবার সবাই বেরিয়ে পড়েছেন শিলিগুড়িতে। সামনে নির্বাচন, আর এখন থেকেই না বেরোলে ভালো ফল আশা করা মুশকিল। তাই বেরিয়ে পড়েছেন মেয়র এবং বিধায়ক, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন , তাদের সমস্যা এবং সুবিধা অসুবিধার কথা দেখছেন নিশ্চয়তা না দিলেও আশা দিচ্ছেন যে কাজটি হয়ে যাবে। মেয়র এদিন জানালেন আমাদের কাজ মানুষের কাছে থাকা এবং পাশে থাকা, তা সে যেভাবেই হোক না কেন। অন্যদিকে শংকর ঘোষ বিধায়ক জানাচ্ছেন অন্য দিন তো সময় পাইনা, আর আমি সব সময় শিলিগুড়িতে থাকি ও না, তাই বাইরে বের হয়ে একটু মানুষের কাছাকাছি থাকতে চেষ্টা করা। সব সময় সম্ভব হয় না।, আজকে রবিবার কারো বাড়ি গেলে কাউকে পাওয়া যাবে। এতোটুকু আশায় চলেছি। তবে বিধায়ক অথবা মেয়র কেউই বলতে পারছেন না, এর ফলাফল কি হবে ভালো না খারাপ। বর্তমান পরিস্থিতি একেবারেই সাধারণ মানুষের বিপক্ষে, সে চাকরি-বাকরি হোক বা ব্যবসা, অথবা জিনিসের দাম। নেতা-মন্ত্রীরা যতই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সমস্যা জেনে তার সমাধান করতে চেষ্টা করুন না কেন, তাতে কিন্তু মানুষের মনে হাসি ফুটবে না। সময় এতটাই খারাপ হয়ে গেছে এই কথাই বাস্তব। তবুও বিধায়ক এবং মেয়র দুজনই বেরিয়ে পড়েছেন, কিছু সমাধান করতে চেষ্টা করছেন। তবে তা কতখানি ফলপ্রসু হবে, এবং ভোট বাক্সে তার কতখানি প্রভাব পড়বে সেটা বলা আপাত দৃষ্টিতে মুশকিল। আর শেষ কথা বলবে তো সাধারণ মানুষ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement