ফুটবলে আইএসএল লিগ শিল্ড এবং কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার ক্রিকেট মাঠেও জয় বাগানের। কালীঘাট ক্লাবের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল তারা। জিতে নিল জেসি মুখার্জি টি-২০ ট্রফি। ইডেনে প্রতিযোগিতার ফাইনালে শুক্রবার মুখোমুখি হয়েছিল কালীঘাট এবং মোহনবাগান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে কালীঘাট ১৭৯ রান করে। সায়ন শেখর মণ্ডল ৪১ বলে ৬২ রান করেন। শুভম চট্টোপাধ্যায় ২৬ বলে ৫০ রান রান করে। ১১ বলে ২১ রান করেন অরুণ চাপ্রানা। মোহনবাগানের হয়ে তিন উইকেট নেন প্রদীপ কুমার। কালীঘাটের রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ১৯ ওভারে ১৮২ রান তোলে তারা। মোহনবাগানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুদীপ কুমার ঘরামি। সাদা বলের ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুক্রবার ২৮ বলে ৬২ রান করেন। শুভঙ্কর বল ১৬ বলে ৩১ রান করেন। গীতাংশ খেরা ২৩ বলে ৩৯ রান করেন। তাঁদের ব্যাটে ভর করেই ট্রফি জিতে নেয় মোহনবাগান। কালীঘাটে হয়ে দু’টি করে উইকেট নেন অরুণ এবং কৌশিক মাইতি।