রাস্তা সংস্কারের দাবি

IMG-20250521-WA0279

দিনহাটা: দিনহাটার বামনহাট এক গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি থেকে পাথরসন পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেহাল এই রাস্তা সংস্কারের দাবি উঠেছে।বর্ষা নামতে না নামতেই বেহাল হয়ে পড়া রাস্তায় জমছে জল,কাদা। অভিযোগ, কয়েক মাস আগে এই রাস্তা তৈরি হয়েছে।রাস্তা তৈরীর ছয় মাস যেতে না যেতেই পিচের চাদর উঠে গিয়েছে।বামনহাট ১ গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি পাথরসন হয়ে বামনহাট যাওয়ার মূল রাস্তা বর্ষা নামতেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের জন্য রাস্তার এই পরিণতি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে তৈরি হয়েছে পুকুর। আর সেখানেই জমছে বৃষ্টির জল। পোয়াতুরকুঠির গ্রামের বাসিন্দা সাদ্দাম মিয়া, সুভাষ বর্মণ জানিয়েছেন ,এক বছর আগে রাস্তাটি তৈরি হয়েছে।অথচ কয়েক মাস যেতে না যেতেই ভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এখনও বর্ষা আসেনি। মাত্র কয়েকদিনের বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। লাচলের অযোগ্য হয়ে ওঠা রাস্তাটি যাতে দ্রুত সংস্কার হয় তার জন্য প্রশাসনকে নজর দেওয়া উচিত।বামনহাট ১ অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস বলেন,”রাস্তাতে যাতে দ্রুত সংস্কার হয় তার জন্য ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানান হয়েছে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মণ বেহাল এই রাস্তা নিয়ে কোন মন্তব্য করতে চাননি। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement