বাস ধর্মঘটের ডাক দিয়েও প্রত্যাহার মালিক সংগঠনের

IMG-20250521-WA0243

বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ তিনদিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল ২২-২৫ মে। বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে একটি বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বাস সংগঠনের তরফে জানানো হয়,আগামী সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে ১ সেপ্টেম্বরের পর বড় কর্মসূচি নিতে পারেন বাস মালিকরা।
আমরা সিপি মনোজ ভার্মার সামনে পুলিশের কাছে যে সমস্ত প্রমাণ জমা দিয়েছি, সিপি দায়িত্ব নিয়ে বলেছেন প্রত্যেকটি অভিযোগ বিবেচনা করে দেখা হবে।’
তাঁরা জানান, পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন। মূল দাবি ছিল, পুলিশি অত্যাচার, দুই, কোভিড পিরিয়ডে গাড়ি চলেনি, আমরা ক্ষতিতে ছিলাম। তিন, যে পরিমাণ টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে। আপাতত ধর্মঘট প্রত্যাহার। সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি।”
পরিবহন মন্ত্রী বলেন, ‘বাস মালিকদের হেনস্থা করা উদ্দেশ্য নয়। নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। কোথাও বাসে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের (বাস মালিকদের) যে দাবিগুলো ছিল তা মেটাতে সক্ষম হয়েছি। আগামী ৩ মাস সংযোগ পোর্টাল চালু থাকবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement