উত্তরবঙ্গ থেকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

IMG-20250520-WA0195

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফুলবাড়ি ডাবগ্রামে বিভিন্ন পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে দাঙ্গা প্রসঙ্গ। সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পপতিদের কাছ থেকে মিউটেশন ফি নেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি চললেও ট্যাক্স নেওয়া হয় ,এগুলো আর নেওয়া যাবে না। আমরা বরদাস্ত করব না।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়। তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।”
কেন্দ্র সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “যেকোনও একটা ট্যাক্স রাখতে হবে, দুটো ট্যাক্স একসঙ্গে হতে পারে না। আর কত টাকা চাই?”
মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বকেয়া। চার বছর ধরে আবাস, সড়ক আর ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। তার মধ্যেও আমরা করছি। আমি ম্যাজিশিয়ান নই যে, উপর থেকে টাকা পড়বে। গুপী গাইন-বাঘা বাইন সিনেমার মতো নয়। টাকা আসতে হয় (কেন্দ্র থেকে রাজ্যে)!’’
মুখ্যমন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, “জিএসটির পর ফের নতুন ট্যাক্স নিতে পারবে না কেন্দ্র। এভাবে শিল্পপতিদের হয়রানি রাজ্য বরদাস্ত করবে না।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement