রাজস্থান: রাজস্থানকে ১০ রানে হারিয়ে ১১ বছর পর প্লে অফ নিশ্চিত করল পাঞ্জাব কিংস। পাশাপাশি নজির গড়ে ফেলেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারও। এটা ঘটনা, শ্রেয়সই আইপিএলে প্রথম অধিনায়ক যিনি তিনটি দলকে প্লে অফে তুলেছেন। ২০১৯ ও ২০২০ সালে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। দু’বারই প্লে–অফে উঠেছিল দিল্লি। ২০২০ সালে ফাইনালও খেলেছিল তারা। তার পরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন শ্রেয়স। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করেন তিনি।এরপর শ্রেয়সকে ছেড়ে দেয় কলকাতা। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কেনে পাঞ্জাব। আবার পুরনো কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। ২০১৯ ও ২০২০ সালে দিল্লিতেও কোচ•অধিনায়ক জুটি ছিলেন তাঁরা। এবার শ্রেয়স পাঞ্জাবকে প্লে•অফে তুলেছেন। সেই সঙ্গে গড়েছেন এক অনন্য কীর্তি।২০২৫ আইপিএলে ব্যাট হাতেও ফর্মে আছেন শ্রেয়স। ১২ ম্যাচে করেছেন ৪৩৫ রান। রয়েছে চারটি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৭ অপরাজিত। ৪৮.৩৩ গড় ও ১৭৪.৬৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।