প্লে অফের লড়াইয়ে দিল্লি-মুম্বই-লখনউ

IMG-20250519-WA0283(1)

গুজরাট: এক ঢিলে তিন পাখি মেরে দিয়েছে গুজরাট জায়ান্টস। দিল্লিকে হারিয়ে শুভমান গিলরা প্লে অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে। সেই সঙ্গে প্লে অফে উঠে গিয়েছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ প্লে অফে আর একটি জায়গায় খালি আছে। খাতায়-কলমে সেই জায়গার জন্য লড়াইয়ে তিন দল। মুম্বই, দিল্লি ও লখনউ- কার জন্য কোন অঙ্ক অপেক্ষা করে আছে? প্লে অফের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চারদল। নাইট রাইডার্স, হায়দরাবাদ, রাজস্থান ও চেন্নাইয়ের কাছে আর কোনও সুযোগ নেই। সেখানে চতুর্থ স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে হার্দিকদের পয়েন্ট ১৪। নেট রানরেট +১.১৫৬। পঞ্চম স্থানে দিল্লির পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ১৩। নেট রানরেট +০.২৬০। সপ্তম স্থানে থাকা লখনউয়ের এগারো ম্যাচে পয়েন্ট ১০। নেট রানরেট -০.৪৬৯। সোমবারই হায়দরাবাদের বিরুদ্ধে নামবে তারা। যদি দুটি ম্যাচই জেতে:১৮ পয়েন্ট নিয়ে সরাসরি যোগ্যতা অর্জন। একটি ম্যাচ জিতলে:যদি তারা দিল্লি ক্যাপিটালসকে হারায়, তাহলে তাদের প্লে-অফের স্থান প্রায় নিশ্চিত।যদি তারা দিল্লির কাছে হেরে যায় কিন্তু পাঞ্জাব কিংসকে হারায়, তাহলে তারা চাইবে, দিল্লি তাদের শেষ খেলায় পাঞ্জাবের কাছে হারুক।দুটি ম্যাচ হারলে: প্লে অফে যেতে পারবে না।দিল্লি ক্যাপিটালস:
মঙ্গলবার, ২০ মে, প্রতিপক্ষ মুম্বই।২৪শে মে, শনিবার, প্রতিপক্ষ পাঞ্জাব।যদি দুটি ম্যাচই জেতে:১৭ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন।যদি একটি ম্যাচ জেতে:মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলে দিল্লি ছিটকে যাবে।যদি তারা মুম্বইকে হারায় কিন্তু পাঞ্জাবের কাছে হেরে যায়। তাহলে পাঞ্জাবকেও মুম্বইকে হারাতে হবে। অন্যদিকে লখনউকেও তিনটি ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারতে হবে।তখন দিল্লির পয়েন্ট ১৫। মুম্বই ১৪। লখনউ ১৪।দুটি ম্যাচ হারলে: প্লে অফে যেতে পারবে না।লখনউ সুপার জায়ান্টস:সোমবার, ১৯ মে, প্রতিপক্ষ হায়দরাবাদ।বৃহস্পতিবার, ২২শে মে, প্রতিপক্ষ গুজরাট।
মঙ্গলবার, ২৭ মে, প্রতিপক্ষ আরসিবি।লখনউ বাকি তিনটি ম্যাচই জিতলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে।তিন ম্যাচ জিতলে: ১৬ পয়েন্ট নিয়ে শেষ করবে।সেক্ষেত্রে, দিল্লিকে মুম্বইকে হারাতে হবে। কিন্তু পাঞ্জাবের কাছে হারতে হবে।
মুম্বইকে দুটি ম্যাচই হারতে হবে।তখন লখনউয়ের পয়েন্ট ১৬। দিল্লির ১৫। মুম্বই ১৪। সমস্যা: নেট রানরেটে অনেক পিছিয়ে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement