লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুক্রবার রাতের উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। অপর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এই দুই দলের জয়ে বদলে গেছে ইংলিশ দলগুলোর চ্যাম্পিয়নস লিগের হিসাব।
স্ট্যামফোর্ড ব্রিজে সফরকারী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে গোল না পাওয়ায় ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে চেলসি। তবে ম্যাচের ৭১তম মিনিটে মার্ক কুকুরেয়ার হেডে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমের টিকিট প্রায় নিশ্চিত করে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা। চেলসির সামনে এখন সহজ সমীকরণ, লিগের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত। তবে ফরেস্টের সামনেও আছে ইউরোপের সেরাদের মঞ্চে খেলার সুযোগ।
ফলে চেলসি-ফরেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারেন ভক্তরা। ম্যাচ শেষে চেলসি খেলোয়াড় কুকুরেয়া বলেন, ‘ধাপে ধাপে আমরা দারুণ কিছু গড়ে তুলছি। এখন মাত্র দুটি ম্যাচ বাকি, আমরা একসঙ্গে অসাধারণ কিছু করতে পারি। সবচেয়ে বড় কথা, এখন সবকিছু আমাদের হাতেই।’ অন্যদিকে, ঘরের মাঠে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা ম্যানেজার উনাই এমেরি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে জায়গা পেলে সেটা হবে দারুণ কিছু। আমরা দারুণ ফর্মে আছি, মৌসুমটা দারুণ কাটছে।’ তবে ভিলার সামনে সমীকরণ বেশ কঠিন। ওল্ড ট্র্যাফোর্ডে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে এবং একইসঙ্গে টেবিলে প্রতিদ্বন্দ্বীদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে। এই জয়ে ৩৭ ম্যাচ খেলে সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে চতুর্থ স্থানে আছে চেলসি। ৩৬ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮। এদিকে পঞ্চম স্থানে থাকা ভিলার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যাঞ্চেস্টার সিটি।
ইউরোপে ইংলিশ ক্লাবগুলোর ভালো পারফরম্যান্সের কারণে এই মরশুমে ইপিএলের টেবিল থেকে সর্বোচ্চ পাঁচটি দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। মজার বিষয় ইউরোপা লিগ ফাইনালেও আছে চ্যাম্পিয়নস লিগের একটি টিকিট। যেখানে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে ব্যর্থ মরশুম কাটানো এই দুই দল টেবিলের ১৬ ও ১৭তম স্থানে থাকলেও বিলবাওয়ে ফাইনাল জিতলে প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে যাবে চ্যাম্পিয়নস লিগে। ইপিএলের একমাত্র দল হিসেবে লিভারপুল ইতিমধ্যে লিগ জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে। দুইয়ে থাকা আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিউক্যাসল ম্যাচ। গানার্সরা জিতলে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে। তবে হেরে গেলে শেষ দিনে শঙ্কা তৈরি হতে পারে, যদিও প্রতিপক্ষ দুর্বল সাউদাম্পটন। ম্যাঞ্চেস্টার সিটির সামনে আছে সহজ সমীকরণ। বোর্নমাউথের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই আবারো শীর্ষ পাঁচে ফিরবে তারা। দুইয়ে থাকা আর্সেনালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিউক্যাসল ম্যাচ। গানার্সরা জিতলে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে। তবে হেরে গেলে শেষ দিনে শঙ্কা তৈরি হতে পারে, যদিও প্রতিপক্ষ দুর্বল সাউদাম্পটন।