লন্ডন: স্টেডিয়ামের আলো নিভে আসে, ভিলা পার্কের সমরর্থকরা আনন্দে গর্জন করছে তখনো। কিন্তু গোলপোস্টের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে—চোখে পানি, বুকে উত্তাল আবেগ। অ্যাস্টন ভিলার জার্সি গায়ে, বিশ্বসেরা গোলরক্ষকদের একজন—এমিলিয়ানো মার্তিনেজ। টটেনহ্যামের বিপক্ষে ২-০ জয়ের পর তার এই অশ্রু শুধু একটি মরশুমের সমাপ্তি নয়, সম্ভবত এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। ২০২০ সালে আর্সেনাল অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর মার্তিনেজ শুধু ভিলার গোলপোস্টই রক্ষা করেননি, দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন-চ্যাম্পিয়নস লিগে তুলেছেন দলকে। ২১১ ম্যাচ, অসংখ্য সেভ, এবং দুবার ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার—তার এই যাত্রা রূপকথার মতো। কিন্তু আজকের অশ্রু কি বিদায়ের ইঙ্গিত? অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি গোলরক্ষক মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমরা দেখব’।
এমেরির এই সরল উত্তরেই লুকিয়ে আছে হাজারো প্রশ্ন। এই মরশুমেও চ্যাম্পিয়নস লিগের দরজায় কড়া নাড়ছে ভিলা। এখন প্রশ্ন, মার্তিনেজ কি থাকবেন, নাকি ভিলা পার্ক ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে?