আইপিএল নিয়ে কথা বলল বিরাটদের রোবট

IMG-20250517-WA0187

ধন্দ, বিশৃঙ্খলা, গুজব এবং ভরসাযোগ্য খবরের অভাব— ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ধর্মশালায় ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার দিন এমনই ছিল বেঙ্গালুরুর অবস্থা। কেউই বুঝতে পারছিলেন না কী করবেন। অনেকে ভয়ও পেয়েছিলেন। আইপিএল আবার শুরু হওয়ার ঠিক আগের দিন এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন দলের ক্রিকেট ডিরেক্টর মো বোবাট। পঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সময় অনুশীলন সেরে হোটেলে ফিরছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটারেরা। পরের দিনই লখনউয়ের সঙ্গে খেলা ছিল তাদের। ম্যাচ আচমকা বন্ধ হয়ে যেতে দেখে অনেকেই ভয় পেয়ে যান। বেঙ্গালুরুর প্রকাশিত একটি ভিডিয়োয় বোবাট বলেছেন, “বেশ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আমরা চাইছিলাম শান্ত থাকতে এবং বোর্ডের থেকে যতটা সম্ভব তথ্য পেতে।” বোবাটের সংযোজন, “ওই দিন প্রচুর কাজ ছিল। লখনউ ম্যাচের অনুশীলন করেছিলাম। বাসে ফেরার সময়ে অনেকেই ফোনে ম্যাচটা দেখছিল। হঠাৎ দেখি আলো বন্ধ হয়ে যায় এবং ক্রিকেটারেরা মাঠ থেকে বেরিয়ে যায়। আমরা বুঝতে পারছিলাম না কী হচ্ছে। হোটেলে ফেরার পরে আসল ঘটনার কথা জানতে পেরেছিলাম।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement