ধর্মশালায় আইপিএল ম্যাচ বাতিলের পর আতঙ্কিত চিয়ারলিডারের ভিডিয়ো প্রকাশ্যে

IMG-20250509-WA0254

ধর্মশালা: জম্মুতে পাকিস্তানের আক্রমণের পরেই ধর্মশালায় বাতিল হয় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। হামলার খবরের পরেই মাঠের আলো নিবিয়ে দেওয়া হয়। মাঠ ছাড়তে বলা হয় দর্শককে। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও জানায়, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিবিয়ে দেওয়া হয় এবং ম্যাচটি বাতিল করা হয়। বৃহস্পতিবার খেলা বন্ধ করে দর্শককে যখন মাঠ ছাড়তে বলা হয়, সেই সময়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠ ছাড়ার সময় নিজেকে ক্যামেরাবন্দি করছেন এক চিয়ারলিডার। সেই সময় মাঠের পরিস্থিতিও তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োতেই ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘‘খেলার মাঝে পুরো মাঠ খালি করা হচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। বোমা পড়বে বলে সবাই চিৎকার করছে। আশা করি আইপিএলের কর্মকর্তারা আমাদের কথা ভাববেন।’’ স‌েই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement