‘মহাভারত’ হবেই, ছবিতে ‘কৃষ্ণ’ হওয়ার স্বপ্ন আর সংশয়ের মাঝপথে দাঁড়িয়ে আমির খান

IMG-20250508-WA0238

মুম্বই: আদ্যন্ত প্যাশন, ‘পারফেকশনিজম’ আর দায়বদ্ধতার আরেক নাম আমির খান। আর এই তিনটি শব্দ এক হয়ে যখন ‘মহাভারত’ নামক ভারতের মহাকাব্যের সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় এক মহা-স্বপ্ন। তবে সেই স্বপ্ন বুকে নিয়ে আমিরের প্রশ্ন—তিনি পারবেন তো মহাভারতের মতো এক মহৎ সৃষ্টি তুলে ধরতে, সেই যোগ্যতা কি সত্যিই তাঁর আছে?সম্প্রতি এক সম্মেলনে এই বহু প্রতীক্ষিত স্বপ্নপ্রকল্প নিয়ে মুখ খুললেন আমির। বললেন— “মহাভারত বানানো আমার স্বপ্ন। কিন্তু এটা খুব কঠিন স্বপ্ন। কারণ মহাভারত আপনাকে কখনও হতাশ করবে না, বরং আপনি যদি ওকে হতাশ করেন—তাহলে সেটাই সবচেয়ে বড় ক্ষতি।’মহাভারত’ স্রেফ একটি নয়, একাধিক সিনেমা হবে। একাধিক পরিচালকও থাকবেন! এই প্রথমবার সেকথা এতটা স্পষ্ট করলেন আমির। জানালেন—একটা সিনেমায় মহাভারতের বিস্তার সম্ভব নয়। “এই প্রজেক্ট হবে একাধিক পর্বে বিভক্ত। এবং সম্ভবত একাধিক পরিচালক একসঙ্গে কাজ করবেন। এই ছবির মাত্রাটাই এমন যে একার পক্ষে সামাল দেওয়া অসম্ভব।” তিনি আরও জানান, এই কারণে হয়তো তিনিই নিজে পরিচালনায় নামবেন না।’মহাভারত’-এর কোন চরিত্রে নিজেকে ভাবেন আমির? জবাবে উঠে এল ‘কৃষ্ণ’র নাম! একাধিক যুগান্তকারী চরিত্রের মাঝে আমির সবচেয়ে বেশি আকৃষ্ট হন যাঁর প্রতি, তিনি ‘কৃষ্ণ’। বললেন ,“এই চরিত্রটা আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে। কৃষ্ণর মধ্যে যে গভীরতা আছে, সেটাই আমাকে টানে। সুতরাং, এ কথা বললে খুব হয়ত ভুল হবেনা যে ‘মহাভারত’ আমির খানের জন্য একটা সিনেমা নয়, এ এক সত্যান্বেষণের সাধনা। এক অদৃশ্য দায়বদ্ধতার সঙ্গে একটা মহান কাহিনি ফের নতুন করে গড়ার প্রয়াস। স্বপ্ন, দ্বিধা আর দায়ের এই অদ্ভুত মিশ্রণেই তৈরি হচ্ছে বলিউডের সম্ভাব্য সবচেয়ে বড় প্রজেক্ট। অভিনেতা নির্বাচন হবে চরিত্র অনুযায়ী, নামের ওজন বুঝে নয়। অভিনয় জগতে ‘স্টারকাস্ট’ শব্দটা যত গুরুত্বপূর্ণ, এই প্রজেক্টে ততটাই গুরুত্ব পাচ্ছে ‘ফিট কাস্টিং’। এ প্রসঙ্গে আমিরের স্পষ্ট বক্তব্য—“কে কোন চরিত্রে মানানসই, সেটাই হবে কাস্টিংয়ের মাপকাঠি। নাম নয়, উপযুক্ততা জরুরি।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement