‘অপারেশন সিঁদুর’এর প্রভাব এবার পিএসএলে, পাকিস্তান ছাড়ার কথা ভাবছে ইংল্যান্ডের প্লেয়াররা

IMG-20250508-WA0234

ইংল্যান্ড: আইপিএলের পর ‘অপারেশন সিঁদুর’ এর প্রভাব এবার পিএসএলে। পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলা ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ার কথা ভাবছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর অস্থির হয়ে গিয়েছে দুই দেশের পরিস্থিতি। এরকম উত্তপ্ত পরিবেশে কোনও ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ডের ক্রিকেটাররা। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরী বৈঠক করে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ইংল্যান্ডের সাতজন ক্রিকেটার খেলছে পিএসএলে। এই তালিকায় রয়েছেন জেমস ভিন্স, টম করন, স্যাম বিলংস, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, লুক উড এবং টম কোহলার ক্যাডমোর। ক্রিকেটারদের পাশাপাশি কোচরাও রয়েছে। রয়েছেন রবি বোপারা এবং অ্যালেজান্দ্রা হার্টলে। ইংল্যান্ডের সংবাদপত্রের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘অনেকেই বিকল্প ব্যবস্থার কথা ভাবছে। দেশে ফিরে আসতে পারে।’ বিদেশি প্লেয়ারদের এক এজেন্ট জানান, ‘অপারেশন সিঁদুর’এর পর বিচলিত হয়ে পড়েছে একাধিক ক্রিকেটার। সংশ্লিষ্ট এজেন্ট বলেন, ‘এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। তবে পরের ২৪ ঘণ্টার মধ্যে আবার কিছু হলে, সবাই পাকিস্তান ছাড়তে চাইবে।’ ১৮ মে পিএসএলের ফাইনাল। ১১ মে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। একইসঙ্গে ভারতে চলছে আইপিএল। ইংল্যান্ডের দশজন প্লেয়ার সেখানে অংশ নিচ্ছে। ২৫ মে আইপিএলের ফাইনাল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement