প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলায় সুপ্রিম কোর্টে বেশ অস্বস্তিতে রাজ্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংহের বেঞ্চে পার্থর জামিন মামলার শুনানি ছিল। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের সহকারি অভিযুক্তদের ট্রায়ালের অনুমোদন দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে। আদালত সূত্রে খবর, সিবিআইয়ের আইনজীবী এসভি রাজুর সওয়াল করতে গিয়ে জানান,কলকাতা হাইকোর্ট একাধিকবার বলা সত্ত্বেও রাজ্য অনুমোদন দেয়নি। এরপরই শীর্ষ আদালত প্রশ্ন তোলে, কেন অনুমোদন দিচ্ছে না রাজ্য তা নিয়ে। এরপরই রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দেয় আদালত। আদালত সূত্রে এ খবরও মিলেছে, সিবিআই-এর আইনজীবীর বক্তব্যের পরই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহ জানান, দু’সপ্তাহের মধ্যে অভিযুক্তদের অনুমোদন নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে। সেই মতো ট্রায়াল নিয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। পাশাপাশি তাঁরা এও জানান, এবার দেখতে চান এই নির্দেশ রাজ্য পালন করে কি না। আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পার্থ-সহ সমস্ত অভিযুক্তদের জামিনের আবেদন শুনবে আদালত। ইতিমধ্যেই অবশ্য ইডি-র করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের মামলার কারণে তাঁর জেলমুক্তি হয়নি। এই মামলা থেকেও জামিন চেয়ে পার্থ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পার্থ-সহ ন’জনের মামলা উঠেছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতিরা এক মত হতে পারেননি। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ।