পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত

IMG-20250508-WA0242

‘অপারেশন সিন্দুরে’র বদলা নিতে ভারতের ১৫টি জায়গায় হামলার ছক কষেছিল পাকিস্তান। সেই চেষ্টা রুখে দিয়েছে ভারত। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের একাধিক সেনা ছাউনিতে আক্রমণের পরিকল্পনা করেছিল পাকিস্তান। পাকিস্তানের সেই পরিকল্পনা বানচাল করেছে ভারত।বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহৌর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে ভারত। মঙ্গল-বুধের রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। অপারেশন সিন্দুরের অভিযানে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এর পর, বুধ-বৃহস্পতির রাতেই ভারতের উপর হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর এবং পশ্চিম ভারতকে নিশানা করে পাকিস্তান। যদিও সেই চেষ্টায় সফল হয়নি পাকিস্তান। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষই পাকিস্তানি হামলার প্রমাণ।অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে পাকিস্তান বিনা উস্কানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে বলে ভারত দাবি তুলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়েছে, দেশের ১৫ সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা ছিল পাকিস্তানের। শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়-সহ একাধিক ছাউনিতে আক্রমণের তোড়জোড় শুরু করেছিল পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারত।ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং রাশিয়ার তৈরি এস-৪০০ ‘সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ৬০০ কিমি দূরের বস্তুকেও প্রতিহত করতে পারে। ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনকে রুখে দিতে অত্যন্ত শক্তিশালী এই সিস্টেম। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় ২৬ জনের মৃত্যুর পরে জঙ্গিদের জবাব দিতেই মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। মাত্র ২৫ মিনিটের অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লশকর-এ-ত্যায়বার মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হারের পরিবারের দশ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। সব মিলিয়ে কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানির খবর মিলেছে। ওই ঘটনার পর বুধবার রাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে। বলেছিলেন, ‘‘ভারতকে এই হামলার মাসুল দিতে হবে।’’ প্রধানমন্ত্রীর দফতরের তরফেও জানানো হয়েছিল, ভারতের আকাশপথে হামলার জবাবে ‘আত্মরক্ষার অধিকার’ আছে পাকিস্তানের। নিজেদের পছন্দের সময়, স্থান ও পদ্ধতিতে এর জবাব দেবে পাকিস্তান। সেই সঙ্গে দাবি করা হয়, নিরীহ পাকিস্তানি নাগরিকদের নিশানা করে ‘নগ্ন আগ্রাসন’ চালিয়েছে ভারত। শাহবাজ়ের বক্তব্য, “পাকিস্তানের উপরে এই ঘৃণ্য হামলার জন্য ভারত শাস্তি পাবে। ভারত একতরফা ভাবে আক্রমণ করেছে। প্রতিরোধের অধিকারবশত পাকিস্তানে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে।” ঘটনাচক্রে, তার পরেই ভারতের উপর হামলার পরিকল্পনা, যা ভেস্তেও গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর অপারেশন সিন্দুরের দ্বিতীয় দিনে লাহৌরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা হয়েছে। লাহৌর-সহ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা রেডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে হানা দেয় ভারতীয় সেনা। এর মধ্যে লাহৌরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার বিষয় নিশ্চিত করা হয়েছে আনুষ্ঠানিক ভাবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement