সরতে পারে ম্যাচ, আইপিএলের দুই দল বিপাকে

IMG-20250507-WA0251

ধর্মশালা: ‘অপারেশন সিঁদুর’-এর পরেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশের একাধিক বিমানবন্দর। ধর্মশালা বিমানবন্দরও আগামী ১০ মে ভোর ৫.৩০ পর্যন্ত বন্ধ। তার জেরে বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বোর্ডকর্তারাও সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। শোনা যাচ্ছে, ধর্মশালা থেকে মুম্বই ম্যাচও সরে যেতে পারে। সেই ম্যাচ হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পঞ্জাব কিংস নিজেদের শেষ তিনটি হোম ম্যাচ খেলছে ধর্মশালায়। সেই মাঠে খেলতে গেলে সাধারণত ধর্মশালা বিমানবন্দরেই নামে দলগুলি। এই মুহূর্তে দিল্লি দল ধর্মশালায় রয়েছে। দু’দিন পরে মুম্বই ইন্ডিয়ান্সের পৌঁছোনোর কথা। তবে বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বোর্ডের যাবতীয় পরিকল্পনা ঘেঁটে গিয়েছে। বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে খেলে দিল্লি নিজেদের শহরে ফিরবে। অন্য দিকে, মুম্বই নিজেদের শহর থেকে ধর্মশালায় আসবে। কী ভাবে এই দুই দল যাতায়াত করবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কারণ, ধর্মশালা স্টেডিয়ামের কাছাকাছি আরও যে দুই বিমানবন্দর রয়েছে, সেই অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ। বোর্ডের এক কর্তা বলেছেন, “আপাতত আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ থাকায় আমাদের হাতে আর বিকল্প নেই। দেখা যাক কী হয়। দুটো দল ইতিমধ্যেই ধর্মশালায় রয়েছে। পরের দিকে মুম্বইও আসবে। আপাতত দিল্লি বিমানবন্দর ছাড়া হাতে কোনও বিকল্প নেই। তবে সেখান থেকে সড়কপথে লম্বা যাত্রা করে ধর্মশালা পৌঁছোতে হবে। সরকার কী নির্দেশ দেয়, সবাই সে দিকেই তাকিয়ে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement