চলতি শিক্ষাবর্ষে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক

IMG-20250507-WA0250

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এই বছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার ৯০. ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিকে পাশের হারে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ৷ মেয়েদের পাশের হার ৮৮.২ শতাংশ৷ গতবার মোট পাশের হার ছিল ৯০ শতাংশ৷
এদিন ফল প্রকাশ করেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷
তিনি দাবি করেন, কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এবারে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। এর পিছনে কন্যাশ্রীর ভূমিকা রয়েছে বলেও জানান পর্ষদের কর্তারা।
পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। জেলায় পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) ও তৃতীয় স্থানে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)।
পর্ষদ সভাপতি জানান, যারা এই বছর পাশ করতে পারল না, তাদের ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে পুরনো পদ্ধতিতে পরীক্ষা হবে৷ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে সেই পরীক্ষা।
এবছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২হাজার ৮৯টি। তার মধ্যে ১৩৬টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র ছিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement