মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। ঘটনার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্যের সমস্ত বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠক শেষে সন্ধেয় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের স্বার্থে সকলকে এই সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। কোনও বিভ্রান্তিমূলক প্রচার করা যাবে না। সবার ওপরে দেশ। তাই এই সময় কোনও রকম উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক প্রচার বরদাস্ত করা হবে না, হলে অ্যাকশন নেওয়া হবে।”
তবে এদিন কেন্দ্রের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, সেই সম্পর্কে কিছু বলতে চাননি মমতা। তবে তিনি বলেন, ‘‘আমরা সবাই দেশের পক্ষে।’’
তিনি বলেন, ‘‘কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’
মুখ্যমন্ত্রীর কথায়, “গরমের জন্য সরকারি স্কুলগুলিতে ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু এই সময় নানা ধরন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে, তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বলব, এখন কয়েকটা দিন স্কুল বন্ধ রাখলে ভাল হয়।”