সৌরভের প্রস্তাবে নতুন লিগে খেলার ভাবনায় রাসেল

IMG-20250505-WA0269

কলকাতা: তিনি বৃদ্ধ হয়েছেন। তিনি এখন অতীতের ছায়া। তাঁর ব্যাট কথা বলছে না। ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেলকে নিয়ে সমর্থকদের মনে এমনই সব অভিযোগ জমা হচ্ছিল। রবিবাসরীয় ইডেনে সেই আন্দ্রে রাসেল জ্বলে উঠলেন। ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। কেকেআর জিতল। সমর্থকদের মনে যে সন্দেহ-সংশয় ছিল তাঁকে নিয়ে, তা দূর হয়ে গেল সেই বিধ্বংসী ইনিংসে। সেই আন্দ্রে রাসেল আবার নতুন লিগে খেলার প্রস্তাবও পেলেন। তাঁকে সেই প্রস্তাব দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রাসেলের ওই ঝোড়ো ইনিংস দেখে মুগ্ধ সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে রাসেলকে খেলার জন্য প্রস্তাব তিনিই দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে দল রয়েছে জেএসডব্লিউ গ্রুপের। সেখানে প্রিটোরিয়া ক্যাপিটালস নাম নিয়ে খেলে তারা। সৌরভ স্বয়ং দিল্লির সঙ্গে যুক্ত। সৌরভই ক্যারিবিয়ান তারকাকে খেলাতে চান দক্ষিণ আফ্রিকার লিগে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নাইট রাইডার্স খেলে না। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলতে কোনও সমস্যা থাকার কথা নয় রাসেলের। প্রতিবেদন অনুযায়ী, রাসেলও ইচ্ছাপ্রকাশ করেছেন খেলার ব্যাপারে। সব ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে একই ভাবে ঝড় তুলতে দেখা যাবে রাসেলকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement