ফেসবুকে বিতর্কিত পোস্ট , আলিপুরদুয়ারে বিজেপির সম্পাদক গ্রেফতার

IMG-20250429-WA0295(1)

শিলিগুড়ি: ফেসবুকে পোস্ট তাই গ্রেফতার আলিপুরদুয়ারের বিজেপি সম্পাদক বিপ্লব দাস। বিপ্লব দাসের বিরুদ্ধে অভিযোগ উনি এক ব্যক্তিকে কোন এক পোস্ট করা নিয়ে ক্রমাগত হুমকি এবং এবং ঘর ছাড়ার জন্য ধমক দেন। দিনের পর দিন এই অভিযোগ উঠে আসছিল। ওই ব্যক্তি বিপ্লব দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানান যে, দিনের পর দিন তাকে আতঙ্কিত করে রেখেছে বিজেপির জেলা সম্পাদক। তার সাথে তার পরিবারকেও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। শেষে উপায় না দেখে তিনি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ পেয়ে গ্রেফতার করে পুলিশ বিপ্লব দাস কে। এদিকে বিপ্লব দাস গ্রেপ্তার হতেই বিজেপির গোটা আলিপুরদুয়ার জেলা বিক্ষোভে ফেটে পড়ে। সমর্থকরা বিক্ষোভ জানাতে থাকেন থানার সামনে এসে। তাদের দাবি বিপ্লব দাস একেবারে নির্দোষ। তাই তার বিরুদ্ধে অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে বিপ্লব দাস জানিয়েছেন তিনি এমন কিছুই করেননি। তার বিরুদ্ধে ওই ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement