নয়া দিল্লি: রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণ করলেন কিংবদন্তি হকি খেলোয়াড় পিআর শ্রীজেশ এবং ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পদ্মভূষণ সম্মানে ভূষিত হন শ্রীজেশ। রাষ্ট্রপতি ভবনে ছিল তারাদের মেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। গত বছর হকি থেকে অবসর গ্রহণ করেন শ্রীজেশ। প্রথমে টোকিও ও পরে প্যারিসে ভারত হকিতে পদক পায়। দুবারই জাতীয় দলের গোল আগলেছিলেন শ্রীজেশ।
রবিচন্দ্রন অশ্বিন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। ভারতীয় ফুটবলের কালো হরিণ বলে পরিচিত আইএম বিজয়নও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং প্যারিস প্যারালিম্পিকসে সোনা জেতেন। তাঁর হাতেও এদিন পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয়। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অবসর গ্রহণ নিয়ে প্রবল চর্চা হয়েছিল সেই সময়ে। অশ্বিন এখন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন। এদিন নেভি ব্লু শুটে পুরস্কার গ্রহণ করতে দেখা যায় অশ্বিনকে। পুরস্কার নিতে যাওয়ার আগে মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নমস্কার করেন।