তন্ময় মাহারা, মালদহ: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। সোমবার রাতে মৃতদেহ ফিরল বাড়িতে। মৃতদেহ বাড়িতে ফিরতেই বুকফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের ফত্তেনগর এলাকার বাসিন্দা সুজিত মন্ডল পরিবারের আর্থিক অনটন মিটাতে ভিন রাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোর যান মাসখানেক আগে। এরপর সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সুজিত মন্ডলের। শনিবার ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারে সুজিত মারা গেছে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। সোমবার রাতে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায়। পরিবারের একমাত্র রোজগারকারির মৃত্যুতে অথৈয় জলে গোটা পরিবার। তবে মৃত ব্যক্তির ছেলের অনুমান তার বাবা খুন করা হয়েছে। বর্তমানে কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি।