ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট ইয়ুথ লিগ ২০২৪-২৫-এ প্রথমবার মার্লিন গ্রুপের নিজস্ব দল – ক্লাব প্যাভিলিয়ন অংশ নিল। অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলে দলটি। মার্লিন রাইজ-এর ফুটবল মাঠেই অনুষ্ঠিত হয় দলের ম্যাচগুলি। অনূর্ধ্ব ১৩ বিভাগে অ্যাডমাস ইউনিভার্সিটি এসএ সাথে মাঠে নামে মার্লিন ক্লাব প্যাভিলিয়ন। ম্যাচে ২ – ১ গোলে জয়ী হয় মার্লিন-এর ক্লাব প্যাভিলিয়ন।
এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, “স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা এবং সম্মানজনক স্টেট ইয়ুথ লিগে অংশগ্রহণ করা আমাদের জন্য এক অন্যতম সুযোগ। রোনালদিনহো – আর টেন ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলেছে। জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে আমরা মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক গড়ে তুলেছি। যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দল সম্প্রতি সিএবি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।”