সৃজন রিয়েলটি ও প্রাইমাসের হাত ধরে সৃজন গঙ্গা

IMG-20250426-WA0094

পূর্ব ভারতের বৃহৎ নির্মাণ সংস্থা সৃজন রিয়েলটি ও নির্মাণ ডেভেলপার প্রাইমাস প্রবীণ নাগরিকদের জন্য বাটানগরে ২২ টাওয়ারের সৃজন গঙ্গা তৈরী হতে চলেছে।
একইসঙ্গে নবীন ও প্রবীণ প্রজন্ম থাকতে পারবেন এমন লিভিং কমিউনিটি যা তৈরি হবে সৃজন গঙ্গা সিটিতে। সৃজন গঙ্গা ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে নির্মিত ৬০ একরের টাউনশিপ যা সব প্রজন্মের মানুষকে, তাদের জীবনশৈলিকে এবং আকাঙ্ক্ষাকে এক জায়গায় এনে মিলিয়ে দেবে।
এই প্রকল্পের সূচনায় সৃজন রিয়েলটি, ডিরেক্টর কেশব আগরওয়াল বলেন, ‘আজকের দিনে যাঁরা প্রবীণ তাঁদের জীবনধারণের চাহিদা দিনে দিনে বদলাচ্ছে এবং আমরা এই প্রকল্পে সেই চাহিদা পূরণ করতে আন্তরিক ভাবে সাড়া দিচ্ছি। এটা সেবাযত্ন দেওয়ার ব্যাপার নয়, আসলে এটা হল এক জীবনশৈলির নির্মাণ যেখানে প্রতিটি ব্যক্তি অনুভব করতে পারবেন যে তাঁর পাশে দাঁড়ানোর কেউ আছে, তিনি অনেকের সঙ্গে সম্পর্কিত এবং তিনি এই জায়গাটার কারণে বিখ্যাতও।”
প্রাইমাস সিনিয়র লিভিংএর ম্যানেজিং ডিরেক্টর আদর্শ নরহরি বলেন, ‘যেগুলি বাসস্থানের জায়গা সেগুলির ভবিষ্যৎ হিসাবে দ্রুত উঠে আসছে একাধিক প্রজন্মের একসঙ্গে থাকা। সেখানে ঐতিহ্য এসে মিশে যায় আধুনিকতার সঙ্গে এবং সেটাই ভারতীয় পরিবারগুলির চাহিদা। সৃজন রিয়েলটির সঙ্গে আমাদের অংশীদারিত্ব আমাদের যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে আমরা ভারতের শহরে বসবাস করার সংজ্ঞাকেই নতুন ভাবে নির্ধারণ করতে চাই।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement