কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় বর্ধমান জেলা আদালতে আইনজীবীদের প্রতিবাদ

IMG-20250428-WA0230

বর্ধমান: কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা ও সাধারণ নাগরিকদের হত্যার ঘটনার বিরুদ্ধে সরব হলেন পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। সোমবার, বর্ধমান জেলা জজ কোর্ট প্রাঙ্গণে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক কেন্দ্রীয় প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভায় বার অ্যাসোসিয়েশনের বহু সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় পতাকা হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানান, যাতে কাশ্মীর উপত্যকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হয়।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এদিন দেশের প্রতি আমাদের কর্তব্য হলো ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো। কাশ্মীরে যেভাবে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, তা মানবতার পরাজয়। আমাদের আইনজীবী সমাজেরও কর্তব্য, আইন ও সংবিধানের মাধ্যমে দেশকে রক্ষা করা”। সভায় আরও উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক এবং সিনিয়র আইনজীবীরা। তাঁদের বক্তব্যেও একইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা ও শহিদদের প্রতি সম্মান জানানো হয়।সভা শেষে শহিদদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement