জাফরাবাদে নিহতদের বাড়িতে সুকান্তর আশ্বাস ‘ভয় পাবেন না’

IMG-20250421-WA0297

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আক্রান্তদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনলেন এবং এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে সুকান্তর সামনেই বিক্ষোভ দেখালেন জাফরাবাদের মহিলারা।
নিহতের পরিবার সহ মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সুকান্ত মজুমদার আজ বলেন, ‘ভয় পাবেন না, ভয় পেলে বেশি ভয় দেখাবে। আমরা পাশে আছি। প্রয়োজনে আবার আসব।’ এর জবাবে দাস পরিবার বলে, আমরা ভয় পাইনি। আমরা এখানেই থেকেছি। আমরা পালিয়ে যাইনি।
জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারসদস্য দাবি করেন, বিএসএফের স্থানীয় ক্যাম্প যাতে তৈরি করা যায়, তার জন্যে স্থানীয়রাই জমি দিতে ইচ্ছুক। সুকান্ত এরপর আশ্বাস দেন, তিনি অমিত শাহের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। নিহতদের বাড়িতে পৌঁছনোর পরেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। ইতিমধ্যে সরকারি আর্থিক সাহায্যে দশ লক্ষ টাকা তাঁরা নেবেন না বলেই ঘোষণা করেছেন।
এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জনগণের দাবির সাথে আছি। কিছু লোক এনআইএ তদন্তের জন্য আদালতে গিয়েছেন। আমাদের সকলের চোখ এখন আদালতের দিকে। যদি কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের অনুমতি দেয়, তাহলে সরকার তা অনুসরণ করবে।
সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে এই গ্রামে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এলে তবেই তিনি বুঝবেন এখানে কী ঘটেছে। সুকান্ত মজুমদারের অভিযোগ, “এখানে আগে বিএসএফ ক্যাম্প ছিল। তবে বামেদের সরকারের আমলে তুলে দেওয়া হয়। জেলাশাসক, পুলিশ সুপারের কাছে আবেদন করব এখানে মানুষের নিরাপত্তা দেওয়া হোক। এখানে স্থানীয় হিন্দু সমাজকে নিজেদের আত্মরক্ষা করার ব্যবস্থা করতে হবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement