আমি ভীষণভাবে ‘একেনবাবুর ফ্যান: শাশ্বত চট্টোপাধ্যায়

IMG-20250421-WA0293

গত বছরই শোনা গিয়েছিল ‘একেন বাবু’ আবারও বড়পর্দায় ফিছেন। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজে তাদের গন্তব্য ছিলেন পুরী। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাবেন বেনারসে।আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘একেন বাবু’, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। প্রযোজনায় ‘হইচই স্টুডিও’। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। ‘বাপি’ ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, ‘প্রমথ’ ওরফে সোমক ঘোষ ও ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী ফিরেছেন শুটিং সেরে। সঙ্গে নিয়ে এসেছেন দারুণ সব চমক। এই প্রথম ‘একেন বাবু’ ফ্যাঞ্চাইজির সঙ্গে যোগ হয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল অভিনেতার চরিত্রের ঝলক। একই ছবিতে ন’টা লুকে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবিতে তবে কি অভিনেতা বহুরূপী? তা তো খানিক বটেই। ‘বেলাল মালিক’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায় যে এই ছবিতে নানা রূপে ধরা দেবেন তা তাঁর সব লুক থেকেই স্পষ্ট। জানা গিয়েছে, অভিনেতাকে সম্ভবত ধূসর চরিত্রে দেখা যাবে।গল্পে কখনও তিনি একেবারে সাদামাটা আবার কখনও চাদর গায়ে দেওয়া নিপাট ভাল মানুষ পুলিশ অফিসার। আবার কখনও তিনি পার্সি।কখনও আবার লাল রঙা চুলদাড়িতে আর সানগ্লাসে চমকে দেওয়া অ্যাংলো ইন্ডিয়ান। তবে তাঁর সব ক’টি লুকেই নজর কেড়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “সন্দীপ রায়ের সঙ্গে প্রথমবার বেনারসে গিয়েছিলাম, ‘গোলাপী মুক্তা রহস্য’-এর শুটিংয়ে। আর এবার জয়দীপের সঙ্গে এলাম। সময় এগোলেও বেনারসের অলিগলি এখনও একইরকম আছে। আমার এই চরিত্রটা জয়দীপের কাছে শোনার পর থেকেই খুব ভাললাগে। তাছাড়া আমি নিজে একজন ‘একেনবাবু ফ্যান’। এই গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। আর আমার ন’টা লুকে যে কোন রহস্য লুকিয়ে তা এখনই বেশি খোলসা করা যাবে না।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement