দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে কয়েকদিন আগে সমস্ত ফেরি নৌকা ভাড়া বাড়ানো হয়েছে। তিন টাকার পরিবর্তে করা হয় চার টাকা। কেন হঠাৎ করে এক টাকা বাড়ানো হলো প্রতিবাদে যুধিষ্ঠি জানার ঘাট সংলগ্ন এলাকায় সকালের বিজেপি নেতৃত্বের পরিচালনায় গণস্বাক্ষর এবং বিক্ষোভ করতে আসে বেশ কিছু মানুষজন । পাথরপ্রতিমার সোমবারের হাটবার থাকায় কয়েক শতাধিক মানুষ খেয়া পারাপার করতে আসে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি শুরু হয়, শেষ পর্যন্ত নৌকার যাত্রীরা ঐ বিক্ষোভকারীদের ধরে মারধর শুরু করে, মাইক ভাঙচুর চালানো হয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগ তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা পরিকল্পনা করে তাদেরকে মারধর করেছে। বেশ কয়েকজনকে মারধর করে জামা ছিঁড়ে দেয়া হয়।বিজেপি নেতৃত্ব সত্য পদ সাহু নামক এক ব্যক্তিকে তৃণমূলের লোকজন তিন দিন চালিত নৌকায় করে কোন অজানা জায়গায় নিয়ে যায় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যেই পাথরপ্রতিমা থানায় বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে আমাদের দলের কোনরূপ ব্যাপার নাই, নৌকার যাত্রীরাই তারা যেতে না পেরে তারা প্রতিবাদ করেছে। তবে মারধরের কোন ঘটনা ঘটেনি। যে বিজেপি নেতাকে নিখোঁজ বলা হচ্ছে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিজেপির সম্পূর্ণ অভিযোগ মিথ্যা।