শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে শুরু হল অঞ্চলের আচল কর্মীসভা

IMG-20250421-WA0282

শিলিগুড়ি: শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে শুরু হল ‘অঞ্চলের আচল’ কর্মীসভা। খরি বাড়িতে এই কর্মী সভার উদ্বোধন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন ” অঞ্চলের আচল ” কর্মীসভাতে মানুষের সমস্যার কথা জানা যায়, এবং আলোচনাও করা যায়। মানুষ আমাদের তাদের সমস্যার কথা জানালে আমরা চেষ্টা করি তার সমাধান করার। আমাদের কর্মীদের কাছে একটাই আবেদন, কিংবা বলতে পারা যায় অনুরোধ আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের খুলে বলুন। সমাধান আমরা নিজেরাই করব। সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করলে অবশ্যই সমস্যা মিটবে। যে কর্মীরা রোদে পুড়ে, জলে ভিজে এবং নিজেদের সবকিছু বাদ দিয়ে দলের জন্য নিরন্তর কাজ করে চলেছেন আমাদের অবশ্যই উচিত তাদের কথা আগে ভাবা। তবেই সমস্যা সমাধান করতে পারা যাবে। এইভাবে আমরা প্রথমে ব্লকে ব্লকে আলোচনা করব। আস্তে আস্তে শহরে ঢুকবো এবং চেষ্টা করব ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে কর্মী সভা করার। সেদিন জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব, যুব পুরুষ এবং মহিলা সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য প্রচন্ড কাজে লাগবে বলে জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। ৩৩ নম্বর ওয়ার্ড ঘুরে দেখলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজকে সন্ধ্যায় তিনি শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বললেন। জেলা সভাপতি জানালেন মুখ্যমন্ত্রীর নির্দেশ , তাই মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে চলেন। তারা আমাদের বিশ্বাস করে মানে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, আমাদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে ভোটের জয়ী করান। তাদের প্রতি আমাদের আলাদা দায়িত্ব এবং কর্তব্য আছে। আজকে কিছু বাসিন্দাদের সাথে আলাদা আলাদা ভাবে তাদের সমস্যা নিয়ে আমি কথা বললাম। সাধারণ মানুষের সমস্যা, বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আসে। কথা দিয়ে আসলাম যে আমরা, মানে তৃণমূল কংগ্রেস ওদের পাশে এবং ওদের কাছে থাকবো। এটা মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন , আমাদের প্রত্যেকের উচিত সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা। এদিন সন্ধ্যায় জেলা সভাপতির সাথে যান শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা কর্মীরা। শিলিগুড়ি মাটিগাড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা মহিলা জেলা সভাপতি পাপিয়া ঘোষ, এবং মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র। জেলা সভাপতির এদিন জানালেন লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ সামনে ভোট , মানুষের কাছে এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আর এই ব্যাপারে আমাদের সবচাইতে আগে থাকবেন আমাদের কর্মীরা। পুরুষ এবং মহিলা কর্মীরা আমাদের সাথে নিরন্তর কাজ করে যাবেন। তবে আগামী দিনে আমাদের সব থেকে বড় সাফল্য আসবে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে বড় সাফল্য নিয়ে আসবে। এটা আমরা দাবি করে বলতে পারি। জানিয়ে দিলেন জেলা সভাপতি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement