কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকায় রায়ডাক-২ নদীতে রাতের অন্ধকারে আর্থ মুভার মেশিন দিয়ে নদী খননের চেষ্টা করা হয় বলে অভিযোগ। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ সহ বিজেপি নেতৃত্ব। এদিন পশ্চিম চকচকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম চকচকায় রায়ডাক-২ নদীতে আর্থ মুভার মেশিন দিয়ে নদী খননের চেষ্টা করা হয়। স্থানীয়রা এতে বাঁধা দেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। আর্থ মুভার মেশিন নদীর তীরে রেখে চালক পালিয়ে যান। আর্থ মুভার মেশিনে ভাঙচুর চালান ক্ষুব্ধ বাসিন্দারা। এদিন পশ্চিম চকচকায় এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক মনোজকুমার ওরাওঁ, বিজেপির জেলা সম্পাদক বিপ্লব দাস। বিধায়ক ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে এখানে আর্থ মুভার মেশিন দিয়ে অবৈধভাবে নদী খননের চেষ্টা হয়েছে। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘এই কাজের সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত। স্থানীয় মানুষজন এর প্রতিবাদ জানিয়েছেন। এর বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সোমবার এই বিষয়ে প্রশাসনিক স্তরে ডেপুটেশন দেওয়া হবে।’ তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, ‘বিজেপির কোনও অভিযোগ থাকলে, তা প্রশাসনকে জানাক। প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। কিন্তু প্রশাসনকে কোনও অভিযোগ না করে শুধু বাজার গরম করার জন্য তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বিজেপি নেতাদের স্বভাবে পরিণত হয়েছে।