শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং দার্জিলিং জেলা দাবা সংস্থার তত্ত্বাবধানে বাবুপাড়া শক্তি সোপান ক্লাব প্রাঙ্গণে শিলিগুড়ি মেয়র কাপ আন্তঃবিদ্যালয় দাবা প্রতিযোগিতার শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন এম এম আই সি এবং কাউন্সিলর সিক্তা দে বসু রায় এবং অন্যান্য রা। মেয়র নিজে জানালেন আমার ছোট বেলার থেকে দাবা খেলার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। শিলিগুড়িতে বহু প্রতিভাবান দাবারু এসেছেন যারা দাবা খেলেন, এবং দাবা খেলতে ভালবাসেন। শিলিগুড়িতে দাবা খেলার উপযুক্ত পরিবেশ আছে। এই প্রতিযোগিতাকে ঘিরে শিলিগুড়ির ছেলেমেয়েদের আগ্রহ আমি দেখতে পেয়েছি ঠিক গত বছর থেকে। এবার দেখলাম আর কোন ব্যতিক্রম হয়নি। তাই উদ্বোধনের আমন্ত্রণ পেতেই এখানে চলে আসলাম। আর আমার প্রিয় খেলা দাবা তাই দাবা খেতে গেলে এখানে আসতে হবে আমাকে জানালেন মেয়র।