মুম্বাই: খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে “অপমানজনক” মন্তব্য করার অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির তিলক মার্গ থানায় উজ্জ্বল গৌর নামে এক ব্যক্তি অভিযোগে জানান, কাশ্যপের “অশ্লীল ও উস্কানিমূলক” মন্তব্য জনসাধারণের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে।ঘটনার সূত্রপাত হয় ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায়, যেখানে কাশ্যপ লেখেন: “ব্রাহ্মণদের উপর প্রস্রাব করব। কোনও আপত্তি আছে?” – যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। এই মন্তব্যের জবাবে কাশ্যপ জানান, এটি প্রতিক্রিয়াস্বরূপ এবং একটি লাইনের জন্য তিনি ক্ষমা চান, যদিও পোস্টটি মুছবেন না।তিনি বলেন, “আমার পরিবার বা সহকর্মীরা কোনো মন্তব্য করেনি। তাই যদি ক্ষমাই চাই, তবে এইটাই আমার ক্ষমা চাওয়া। ব্রাহ্মণরা, মহিলাদের ছেড়ে দিন, শাস্ত্রেও এতটুকু শিক্ষা দেওয়া হয়েছে। এই বিতর্ক শুরু হয় তাঁর নতুন সিনেমা ‘ফুলে’ নিয়ে, যা জ্যোতি রাও ও সাবিত্রী বাই ফুলের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এবং জাতপাত ও নারী বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে। আপত্তির জেরে এর মুক্তি পিছিয়ে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।