শুক্রবার দিনভর যাঁর বিয়ে নিয়ে চর্চা চলেছে, শনিবার সকালে পুরনো মেজাজেই তাঁকে দেখা গেল ইকো পার্কে। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসা সকলের মিষ্টিমুখের জন্য পায়েসের আয়োজন করা হয়েছিল। ছিল কেকও। গলায় হলুদ-গেরুয়া উত্তরীয় পরে জানিয়ে দিলেন, বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি। স্ত্রী রিঙ্কু মজুমদারও যে রাজনীতিতে সক্রিয় থাকবেন, সে কথাও বলতে শোনা গেল দিলীপকে।
তিনি স্পষ্ট বললেন আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর দলের জন্য। দলই তাঁকে বিধায়ক, সাংসদ করেছেন। রাজনীতির জন্য সঙ্ঘ প্রচারক থেকেও বাদ পড়েছেন তিনি, সেই কারণেই বিয়ে করলেন বলে জানিয়েছেন দিলীপ। তাই রাজনীতি থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর।
একইসঙ্গে প্রাক্তন সাংসদ বলেন, “ইকো পার্কে সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না! যেটা যখন হওয়ার তখনই হবে! আর আমাদের প্রথম আলাপ ইকো পার্কে হয়ওনি। পার্টি কর্মী, সেই সূত্রে দু’জন দু’জনকে আগে থেকে চিনতাম।”