পয়লা বৈশাখে শিলিগুড়িতে বাড়ছে ফুলের বাজার

bandhu-mahal-flower-centre-siliguri-qklprgjb8i

শিলিগুড়ি: সামনেই চরিত্র সংক্রান্তি, এবং পয়লা বৈশাখ শিলিগুড়িতে বেড়েছে ফুলের বাজার। শিলিগুড়িতে ফুলের বাজার মোটামুটি সকালেই থাকে , কিন্তু গত কয়েকদিন ধরে ফুল বিক্রেতারা জানিয়েছেন বাজার সকাল ছাড়িয়ে বিকেল হয়ে গেছে। আমাদের বিক্রি অনেকটাই বেড়েছে, হাসিমুখে বলেছেন তারা। চৈত্র সংক্রান্তি, প্রচুর মানুষ পুজো করেন, এর উপরে ছিল অন্নপূর্ণা পূজো, তাছাড়া সংক্রান্তির দিনও মানুষ নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় পুজো করেন। আর তার উপরে পয় লা বৈশাখ তো আছেই। কাজে ফুল বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে একথা প্রায় দাবি করেই বলতে পারা যায়। গত কয়েকদিন ধরে , বেজার মার্কেটে ফুল বিক্রির চাহিদা অভূতপূর্বভাবে বেড়েছে। যা গত কয়েক বছরে দেখা যায়নি, বলে জানিয়েছেন ফুল বিক্রেতারা। তারা এও জানিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা আসছেন, বিক্রিও হচ্ছে ফুল। জাগত কয়েক বছরে দেখা যায়নি, সব মিলিয়ে ফুল বিক্রেতারা জানিয়েছেন, পয়লা বৈশাখের আগে তারা হাসিমুখেই ঘরে ফিরবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement