টলিক্লাবে ফার্স্ট-এইড সেন্টার চালু করল মণিপাল

IMG-20250411-WA0160

পূর্ব ভারতের বৃহত্তম হাসপাতাল মণিপাল কলকাতার টলিক্লাবে একটি আধুনিক ফার্স্ট-এইড সেন্টার চালু করল।
ফার্স্ট-এইড সেন্টারটির উদ্বোধন করেন মণিপাল হাসপাতালের রিজিওনাল চিফ অপারেটিং অফিসার – ইস্ট ডঃ অয়নাভ দেবগুপ্ত এবং টলিক্লাবের প্রেসিডেন্ট শ্রী পার্থসারথি বর্মণ, হাসপাতাল গোষ্ঠীর বিশিষ্ট প্রতিনিধিগণ ও টলিক্লাবের সদস্যরা।
টলিক্লাবের সদস্যদের জন্য এক্সক্লুসিভ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা মণিপাল হাসপাতালের বিশেষ কিছু স্বাস্থ্যসেবা পাবেন বলে জানানো হয়।
এদিন অয়নাভ দেবগুপ্ত বলেন, “মণিপাল হাসপাতালে, আমরা চাই কলকাতার মানুষ আরও সচেতন ও সুস্থ জীবন যাপন করুক – তার জন্য আমরা প্রতিরোধমূলক ও অ্যাক্সেসিবল হেলথকেয়ার নিশ্চিত করতে কাজ করে চলেছি। টলিক্লাবে চালু হওয়া এই ফার্স্ট-এইড সেন্টার আমাদের বৃহত্তর উদ্যোগের একটি অংশ, যেখানে শহরের প্রথম সারির ক্লাবগুলিতে জরুরি স্বাস্থ্যসেবার অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এটি প্রকৃত অর্থেই আমাদের ‘ওয়েলনেস’-এর প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement