মন্ত্রী সাবিনাকে তীব্র আক্রমণ মীনাক্ষীর

IMG-20250411-WA0200

মালদহ: ব্রিগেডের প্রস্তুতি সভাতে এসে সাবিনাকে তীব্র আক্রমণ মিনাক্ষির।মালদা মুর্শিদাবাদ বন্যায় ভাসছে। কেন্দ্র টাকা দিচ্ছে না। আর রাজ্যের টাকা যা থাকছে তা সাবিনা ইয়াসমিনের একাই খেয়ে পেট ভরছে না। এমন ভাষাতেই রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী কে আক্রমণ। এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে উপস্থিত হয়ে ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেখান থেকেই বেলাগাম আক্রমণ করেন তিনি। চাকরি বাতিল থেকে শুরু করে, দুর্নীতি ইস্যু, পুলিশের ভূমিকা, ওষুধের মূল্য বৃদ্ধি,ওয়াকফ ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে তুলোধনা করেন। মীনাক্ষী বলেন যে সব তৃণমূল নেতারা এলাকায় দুর্নীতি করছে তাদের নাম বাড়ির দেওয়ালে লিখে রাখুন। পালাবদল হলে বাপ বলিয়ে ছাড়বো। চাকরি বাতিল প্রসঙ্গে তার দাবি দুর্নীতির অফিস রাজ্য সরকার খুলে ছিল। টেবিলে বসে ঘুষ খেতো রাজ্যের লোক।এরাও এমআর জমা দেয়নি। তাই যোগ্যেরাও আজ বঞ্চিত। আর পুলিশ চাকরি হারা শিক্ষকদের পেটাচ্ছে। পুলিশকেও দেখে নেওয়ার হুশিয়ারি দেন মীনাক্ষী। আরজিকর ইস্যু নিয়ে সিবিআই তদন্তে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে মীনাক্ষীর মন্তব্য নিয়ে কটাক্ষ সাবিনা বলেন বাচ্চা মেয়ে কোথায় কি বলতে হয় তা জানে না। তাই বলে দিচ্ছে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement