গ্রাম বাংলার ঐতিহ্য মল্লকুস্তি বিলুপ্তির পথে

IMG-20250408-WA0240

আগের দিনের রাজারা তাদের সেনা বাহিনীতে কর্মী নিযুক্ত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করতেন। কি সেই প্রতিযোগিতা, সুঠম সুন্দর গঠনের সুপুরুষ ও শক্তিশালী পুরুষদেরকে কেবলই সেনাবাহিনীতে নিযুক্ত করা হতো এই প্রতিযোগিতার মাধ্যমে জয়ী দেরকে। আর তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে একাধিক বিজয়ীদেরকে সেনাবাহিনীতে সুযোগ ও দেওয়া হতো। কালের বিবর্তনে মল্লকুস্তি আজ বিলুপ্তির পথে। বর্তমানে ডাব্লিউ ডাব্লিউ এফ ও একাধিক শোতে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। আর সেখানেই কেবলমাত্র বিত্তবানরা যেতেই পারেন। সাধারণ ঘরের মানুষজন সেখানে সুযোগ পান না। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া জয়নগরের ঠাকুরের চক গ্রাম বাসিরা তাদের পূর্বপুরুষদের রীতি নীতি মেনে শতাধিক বছরের এই অনুষ্ঠান তারা চালিয়ে আসছেন। এত অঞ্চলের এই মল্লকুস্তিকে অনেকে মাল বলে ও থাকেন। এখানকার এই মল্ল কুস্তির অনুষ্ঠানে দেখা যায়, রাজ্য তথা রাজ্যের বাইরের প্রতিযোগীদের তার মধ্যে বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ ছত্রিশগড়ের প্রতিযোগীরা অংশগ্রহণ কে। বাইরে রাজ্যে থেকে আসা প্রতিযোগীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন গ্রামবাসীরা। হাসান আলী লস্কর শাহাবুদ্দিন শেখ হারুনুর রশিদ মোল্লা মোস্তাকিন শেখ সিদ্দিক গাজী আয়নাল মোল্লাদের কথায় সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মানুষ জন দেখতে আসেন বেশ কয়েকদিন ধরেও তারা এই মল্ল কুস্তি উপভোগ ও করেন। আর এই মল্লকুস্তি প্রতিযোগিতা উপলক্ষে বসে মেলা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement