আন্দোলনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন

IMG-20250408-WA0281

কোচবিহার: রাজ্য সরকার কর্তৃক ১৫ হাজার টাকা ভাতা প্রদান সহ ১০ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে সোমবার কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন স্মারকলিপি প্রদান করা হলো। সংগঠনের সদস্যারা কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারকের দপ্তরে এসে হাজির হয়ে বিক্ষোভ দেখানো শুরু করলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। এদিন বিক্ষোভ চলাকালীন সংগঠনের এক প্রতিনিধি গিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করেন।তাঁদের দাবি, রাজ্য সরকার কর্তৃক ১৫ হাজার টাকা ভাতা প্রদান করতে হবে। ফেব্রুয়ারি মাসে বকেয়া প্যাকেজ অবিলম্ভ অবিলম্বে প্রদান করতে হবে। করোনা আক্রান্ত আশা কর্মীদের প্রাপ্য এক লক্ষ টাকা অবিলম্বে প্রদান করতে হবে। ২৪ সাল থেকে বকেয়া পিএলআই টাকা প্রদান করতে হবে। ডিওটি প্রোগ্রামের টাকা অবিলম্বে প্রদান করতে হবে। জল পরীক্ষার টাকা প্রদান করতে হবে। চোখের আলো ও গ্রামের বকেয়া টাকা প্রদান করতে হবে। আর আই-এর বকেয়া টাকা প্রদান করতে হবে। সেপ্টেম্বর ২৪ থেকে বকেয়া সহ মোবাইল রিচার্জের টাকা প্রদান করতে হবে এবং মোবাইল রিচার্জ বৃদ্ধি করে ৩০০ টাকা করতে হবে। আসাদের প্রয়োজনীয় রেজিস্টার, কাগজ, কলম, জেরক্স এগুলো উপস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র থেকে সরবরাহ করতে হবে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদিকা রিনা ঘোষ বলেন, দাবি গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement