নেতাজি ইনডোর স্টেডিয়ামে একদিকে যখন এসএসসি ২০১৬-র প্যানেল বাতিল নিয়ে সিবিআইকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে বিধানসভার বাইরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সভার পর বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিবিআই ওএমআর খুঁজে বার করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন।
শুভেন্দুবাবু বলেন, বিচারপতিকে বলুন, এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিবেচনা করুন। যদি না করতে পারেন তাহলে ২৩ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে।
তাঁর অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই এসএসসির স্বায়ত্তশাসন ধ্বংস হয়েছিল। বলেন, ‘এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি, ডব্লিউবিসিএস অফিসার অভিজিতবাবুকে সিলেকশন কমিটিতে বসিয়ে এসএসসির স্বাধীন কাঠামো শেষ করে দেওয়া হয়েছিল।’
শুভেন্দু বলেন, “এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি, ডব্লিউবিসিএস অভিজিতবাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসি-র অটোনমি বডি শেষ করেছেন।”