কলকাতা: পূর্ব ভারতের বৃহত্তম হাসপাতাল মণিপাল হসপিটালস খেলোয়াড়দের সুস্থতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে — রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব -এ একটি অত্যাধুনিক ফার্স্ট-এইড সেন্টার চালু করল। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যেই মণিপাল হসপিটালস আরসিজিসির ক্যাডিদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দিয়েছে, যাতে তারা জীবনরক্ষাকারী দক্ষতা অর্জন করতে পারে। এই ফার্স্ট-এইড সেন্টারের উদ্বোধন করেন গল্ফ ক্যাপ্টেন মি. গৌরব ঘোষ এবং হসপিটালের রিজিওনাল চিফ অপারেটিং ডাঃ আয়নাভ দেবগুপ্ত সহ অন্যান চিকিৎসকরা।