কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী, পলিটব্যুরোয় শ্রীদীপ

IMG-20250406-WA0335

রবিবার মাদুরাইয়ে সিপিএম পার্টি কংগ্রেসের শেষ দিনে দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে বিবাদের জেরে পরিস্থিতি গড়ায় ভোটাভুটি পর্যন্ত। তবে বাংলা থেকে সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে বিশেষ মতানৈক্য তৈরি হয়নি। রাজ্য থেকে নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের জন্য গঠিত প্রেসিডিয়ামে জায়গা পেয়েছিলেন মীনাক্ষী। সাধারণত এই প্রেসিডিয়ামে তাঁরাই জায়গা পান, যাঁদের দল আগামী দিনে নেতৃত্বের উপরের সারিতে তুলে আনতে চায়। মীনাক্ষী প্রেসিডিয়ামে জায়গা পাওয়ার পরই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চলেছেন। সেই জল্পনাতেই সিলমোহর। মীনাক্ষী ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কননীকা ঘোষ, হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, দার্জিলিংয়ের জেলা সম্পাদক সমন পাঠক। তবে মীনক্ষী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় ২০২৬ সালের ভোটের আগে তরুণ সমর্থকরা উজ্জীবিত হবে বলেই মনে করছে লাল শিবির।
বঙ্গ সিপিএমের শীর্ষ সারির এক নেতা বলেন, ‘‘রাজ্য স্তরে যুব আন্দোলন করতে করতে দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া নজিরবিহীন।’’ তাঁর সংযোজন, ‘‘প্রয়াত মানব মুখোপাধ্যায় যুবনেতা হিসাবে খ্যাতি পেয়েছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রেও এই রকম হয়নি।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement