রাজ্যে বাড়ল জিএসটি আদায়

IMG-20250406-WA0332

রাজ্যে বাড়ল জিএসটি সংগ্রহের হার। রবিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই সেকথা জানান।
সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে জিএসটি আদায় হয়েছে আগেরবারের চেয়ে ১১.৪৩ শতাংশ বেশি, যা কেন্দ্রের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ। এর জন্য তিনি অর্থ দফতরের সকলকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি বাবদ ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি আদায় হয়েছে। যা পূর্ববর্তী অর্থবর্ষের তুলনায় ১১.৪৩ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে জিএসটি আদায় বেশি হয়েছে ৯.৪৪ শতাংশ। অর্থাৎ গোটা দেশে জিএসটি আদায়ের পরিমাণ যা বেড়েছে তার থেকে পশ্চিমবঙ্গে ২ শতাংশ বেশি হয়েছে।শুধু জিএসটি নয়, রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি থেকেও আদায় বেড়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে এই খাতে আদায় বেড়েছে ১ হাজার ৯০৮ কোটি টাকা বা ৩১.০৫ শতাংশ। ডিড-এর রেজিস্ট্রেশন বেড়েছে প্রায় ৬০ হাজার।এই সাফল্যের বিষয়ে মুখ্যমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘এই সাফল্যই বুঝিয়ে দেয় রাজ্য স্বনির্ভরতা এবং অর্থনৈতিক শৃঙ্খলায় বিশ্বাস করে। রাজ্য প্রশাসন বাংলার অর্থনীতিকে রাজ্যবাসীর কল্যাণে ব্যবহার করাকে গুরুত্ব দিয়ে দেখে। অর্থ দপ্তর এবং আমাদের সাহায্য করা সকলকে ধন্যবাদ।’ নানা সামাজিক প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রচুর অর্থ খরচ করে। শাসক শিবির বারবার অভিযোগ তোলে, কেন্দ্রের তরফে বকেয়া অর্থের একটা বড় অংশই দেওয়া হয় না। তাই নানা সামাজিক প্রকল্প চালু রেখে রাজ্যের উন্নয়নের কাজ ব্যাহত হয় বলে দাবি শাসকদলের জনপ্রতিনিধিদের। মুখ্যমন্ত্রী নিজেও সেই অভিযোগ করেন। এসব ‘বাধা’ সত্ত্বেও জিএসটি আদায়-সহ রাজস্ব খাতে সরকারের আয়ের পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, আর্থিক বৃদ্ধিতে কেন্দ্রের থেকে এগিয়ে বাংলা। আত্মনির্ভরতাই রাজ্যের এই সাফল্য বলে সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement