ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদী দমনে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। একের পর এক মাওবাদী নেতা হয় সুরক্ষা বাহিনীর হাতে বন্দি হয়েছেন। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে ‘লাল সন্ত্রাস’ থেকে মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। শনিবার মাওবাদী-উপদ্রুত ছত্তীসগঢ়ে গিয়ে তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বস্তার পাণ্ডুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদের অবসান ঘটাতে সরকারের দৃঢ় সংকল্পের উপর জোর দেন এবং মাওবাদীদের নিরাপত্তা ও মূলধারায় একীভূত হওয়ার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা আমাদের নিজেদের লোক। যখন কোনও নকশাল মারা যান, কেউই খুশি হই না।”
তিনি বলেন, ‘‘নকশাল ভাইদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা অস্ত্রসমর্পণ করুন এবং মূলস্রোতে ফিরে আসুন।’’
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার প্রশংসা করে বলেন, যে গ্রামগুলি মাওবাদীদের আত্মসমর্পণে সহায়তা করে এবং নিজেদেরকে মাওবাদী মুক্ত ঘোষণা করে তারা এক কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাবে।
তাঁর দাবি, নরেন্দ্র মোদী সরকার পাঁচ বছরের মধ্যে বস্তারকে সব ধরনের উন্নয়নের মুখ দেখাতে চায়। কিন্তু তা সম্ভব হবে যখন ছোটরা স্কুলে যাবে, যখন প্রত্যেকের আধার কার্ড, রেশন কার্ড থাকবে। বস্তারবাসী যখন নিজেদের বাড়িকে, গ্রামকে ‘নকশালমুক্ত’ করার সিদ্ধান্ত নেবেন, তখনই এই উন্নয়ন সম্ভব বলে জানান তিনি।