রামনবমীতে হিন্দুদের শক্তি প্রদর্শনের আহ্বান শুভেন্দুর

IMG-20250402-WA0335

রামনবমীর আগে বাংলার রাজনীতিতে ক্রমশ চড়ছে পারদ। ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে হিন্দুদের এককাট্টা করার ধারা জারি রেখেছে বিজেপি। সেই ধারা বজায় রেখে রামনবমীতে হিন্দুদের শক্তি প্রদর্শনের আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে পাল্টা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ভোটার লিস্ট থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বুধবার রাস্তায় নামে বিজেপি। হাইকোর্টর অনুমতি পেয়ে এদিন মুরলীধর সেন লেন থেকে মিছিল করে বিজেপি। সেই কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। মিছিল শুরুর আগে তিনি বক্তব্য রাখতে গিয়ে রামনবমীতে হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানান। তিনি বলেন, ‘এবার রামনবমীতে শক্তি দেখাবেন তো? হিন্দুদের শক্তি দেখাতেই হবে। আগে বলেছিলাম, এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে। এখন বলছি, দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে। শক্তি প্রদর্শন করতেই হবে।‘ এদিন মিছিলের জন্য আনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। তারপরেই কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। পুলিশের আপত্তি খারিজ করে বিরোধী দলনেতার মিছিলে অনুমতি দেয় হাইকোর্ট। রুট বদলে মুরলীধর সেন লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে অনুমতি দেওয়া হয় । সন্ধে ৬টা পর্যন্ত বিজেপির যুব মোর্চার মিছিলে হাইকোর্টের অনুমতি দেয় আদালত। তারপরেই মুরলীধর সেন লেন থেকে মিছিলের তোড়জোড় শুরু হয়। মিছিল শুরুর আগে সেখানকার সভা থেকে হুঙ্কার ছাড়েন শুভেন্দু। এদিন তিনি বলেন, ‘অনেকে হিন্দিতে কথা বললেও এরাজ্যে তারা মনেপ্রাণে বাঙালি। তৃণমূলের টার্গেট হাওড়া, আসানসোল, খড়গপুর, কলকাতা বন্দর এলাকা। বেছে বেছে হিন্দিভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে। কৃষ্ণনগরে তৃণমূল নেতার হিন্দু ভোটারের নাম কাটার জন্য অভিযোগ করেছে। জেলা প্রশাসনও তড়িঘড়ি মেয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে’, আমরা এসব মানি না।’ শুভেন্দু বলেন,’হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি। একজনও বাঙালি শরণার্থী হিন্দুর নাম কাটলে আমরা লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেনি নির্বাচন কমিশন, এজন্য ধন্যবাদ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল। রামনবমীতে শক্তি দেখাবেন তো? হিন্দুদের শক্তি দেখাবেন তো?’ সব মিলিয়ে রামনবমীর আগে হিন্দুদের জোটবদ্ধ করতে ধর্মীয় ভাবাবেগে শান দিচ্ছে গেরুয়া শিবির।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement